সাতকানিয়ায় গলায় ছুরি ধরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাই

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় মাসিক কিস্তির টাকা তুলে ব্যাংকে যাওয়ার সময় গলায় ছুরি ধরে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার কাছ থেকে তিন লাখ টাকা ও একটি আইফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকিরহাট বাজার সংলগ্ন চৌধুরী পাড়া মোড়ে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার অভি চৌধুরী গ্রামীণ ব্যাংক সাতকানিয়া কাঞ্চনা শাখার কেন্দ্র ব্যবস্থাপক।

এ ঘটনায় সোমবার রাতে সাতকানিয়া থানায় একটি মামলা হয়েছে। সোমবার মামলা দায়েরর পর আজ মঙ্গলবার দুপুরের দিকে বিষয়টি জানাজানি হয়।

গ্রামীণ ব্যাংক কাঞ্চনা সাতকানিয়া শাখার ব্যবস্থাপক মো.ফোরকান বলেন, আমাদের কেন্দ্র ব্যবস্থাপক অভি চৌধুরী মাসিক কিস্তি সংগ্রহ শেষে সিএনজি চালিত অটোরিকশায় ব্যাংকে ফিরছিলেন। অটোরিকশায় যাত্রীবেশে পাশে বসা তিনজন অজ্ঞাত ছিনতাইকারী নির্জন এলাকায় অটোরিক্সাটি পৌঁছলে গলায় ছুরি ধরে তার কাছ থেকে মাঠ থেকে সংগ্রহ করা নগদ ৩ লাখ টাকা ও তাঁর ব্যবহৃত মোবাইল (আইফোন) ছিনিয়ে নেয়। পরে তাকে অটোরিকশা থেকে রাস্তার পাশে ফেলে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহেদুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. ফোরকান বাদী হয়ে ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.