কমল পাটোয়ারি,মীরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের মীরসরাইয়ে বাবার ছুরিকাঘাতে মো. সাহেদ (২২) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সাহেদ শেখ আকনের বাড়ির মো. নুরুজ্জামানের একমাত্র সন্তান। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।নিহতের মা কামরুজ্জাহান বেগম বলেন, “আমার স্বামী নুরুজ্জামান সৌদি আরব থাকার সময় সিলেট জেলার এক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। গত মঙ্গলবার সে ওই মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে সাহেদ বুধবার শহর থেকে বাড়ি আসে। এ নিয়ে বাবাকে জিজ্ঞেস করলে সাথে সাথে তার বুকে ছুরি মারে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “পারিবারিক কলহের জেরে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুজ্জামান ছুরিকাঘাত করলে সাহেদ গুরুতর আহত হয়। পরিবারের লোকজন প্রথমে বেসরকারি হাসপাতালে নেয়, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।