সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহেদকে প্রাণনাশের হুমকি ইউপি সদস্যের

নিজস্ব প্রতিবেদক:

সংবাদ প্রকাশের জেরে লোহাগাড়ার সাংবাদিক জাহেদুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়েছেন কলাউজান ইউনিয়ন পরিষদের সদস্য। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লামার উপজেলার সরই এলাকার আবু বক্কর ছিদ্দিক নামের এক যুবককে অপহরণ করে মোটরসাইকেল চোর সাজিয়ে থানায় হস্তান্তর করেন ইউপি সদস্য সালাউদ্দিন সিকদার ও আব্দুর রহিম। এক জনকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন তারা। মোটরসাইকেল চুরির নাটক! লোহাগাড়ায় অপহরণ মামলায় ফেঁসে গেলে ২ ইউপি সদস্য, শ্রীঘরে ৩ শিরো নামে বিভিন্ন অনলাইন ও পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। সেই সুত্রে প্রাণনাশের মুঠোফোনে হুমকি দেন ইউপি সদস্য সালাউদ্দিন সিকদার।

জাহেদুল ইসলাম উপজেলার আধুনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি নিউজ পোর্টাল সিভয়েস, জাতীয় দৈনিক মানবকন্ঠ, ইংরেজি দৈনিক এশিয়ান এইজ ও দৈনিক সাঙ্গুতে কাজ করছেন। এছাড়া তিনি লোহাগাড়া প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সাংবাদিক জাহেদুল ইসলাম বলেন, গতকাল লামার সরই আমতলী এলাকার এক যুবককে তুলে এনে মোটরসাইকেল চোর সাজিয়ে মারধর করে থানায় হস্তান্তর করে দুই ইউপি সদস্য। বিষয়টি সন্দেহ হলে পুলিশ তদন্ত করে আসল তথ্য বের করে আনে। আসল তথ্য বেরিয়ে আসার খবরে কৌশলে থানা থেকে সটকে পড়েন দুই ইউপি সদস্য। এ নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে কলাউজান ইউপি সদস্য মো. সালাউদ্দিন সিকদার আমাকে মোবাইল ফোন দিয়ে বলেন, নিউজটা সরাই ফেল, নইলে তোর অবস্থা খারাপ হবে। এ নিউজ তোরে কে করতে বলছে’। পুলিশ পাহারায় চলাফেরা করতে বলেন। এ ব্যাপারে লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। সাধারণ ডায়েরী নং -৫০১, তারিখ: ১২/০৫/২০২১ইং।

সাংবাদিক জাহেদুল ইসলামকে সংবাদ প্রকাশের জের ধরে প্রাণনাশের হুমকি দেওয়ায় নিন্দা জানিয়েছেন লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ জানান, সাংবাদিক জাহেদুল ইসলামকে সংবাদ প্রকাশের জেরে প্রাণণনাশের হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরী পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.