সাতকানিয়া -নিহত নুরুল কবিরের খুনির বিদেশ গমনে স্থগিতাদেশ দিলেন আদালত 

সৈয়দ আককাস উদদীন সাতকানিয়া প্রতিনিধি চট্টগ্রাম 
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ার ছড়ারকুলের  চাঞ্চল্যকর হত্যা মামলার ৩নম্বর আসামী নজির আহমদ বাংলাদেশ ত্যাগ করার আশংকা প্রকাশ করে সাতকানিয়া থানা কর্তৃক চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিদেশ  গমনে স্থগিত রাখার আবেদন করেন।
থানার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিনের ( সাতকানিয়া আমলী) আদালত এই আদেশ দেন।
আজ বুধবার চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জিআরও সাইফুল ইসলাম দৈনিক সকালের সময়কে  এই তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, গত ১০ই সেপ্টেম্বর হত্যা মামলার ৩নং আসামি নজির আহমদের বিদেশ যাত্রা স্থগিত করতে আদালতে আবেদন করেন সাতকানিয়া থানায় দায়ের কৃত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।
উল্লেখ্য-চলতি মাাসের গত ৬ই সেপ্টেম্বর  শনিবার দিনের আলোতে কিরিচ দিয়ে প্রকাশ্যে হত্যা করা হয় উপজেলার এওচিয়ার দিনমজুর রিক্সাচালক নুরুল কবিরকে।
নজির আহমদকেসহ মোট ৯জন আসামির নাম উল্লেখ করে নিহতের চাচাত ভাই নেজাম উদদীন  বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা রেকর্ড করেন সাতকানিয়া থানা পুলিশ। ওই মামলায় এখনো কেউ গ্রেফতার হয়নি।
তবে জানা যায়,  ওদিন থেকেই সাতকানিয়া থানা পুলিশের ওসি জাহেদুল ইসলাম অভিযুক্ত আসামীদের ধরতে মাঠে নামিয়েছেন একাধিক টীম।
এদিকে বিদেশ গমনে আদালতের স্থগিত আদেশ জারীর পর নুরুল কবির হত্যা মামলার আইনজীবী এডভোকেট আবদুল লতিফ বলেন,হত্যা মামলার এজাহারনামীয় আসামি নজির আহমদ তার বর্তমান পাসপোর্ট বৈধ পথ দিয়ে বিদেশে যেতে পারবেননা তাকে ইমিগ্রেশনে আটক করা হবে।
কোন কারণে অবৈধ পথে বিদেশে পাড়ি জমালেও আবার বাংলাদেশে বর্তমানে থাকা  একই পাসপোর্ট দিয়ে তিনি আর দেশে আসতে পারবেননা।
শুধু তাই নয় নজির আহমদের পাসপোর্টের মেয়াদ আছে ২০২৬সালের এপ্রিলের ২৭তারিখ পর্যন্ত।
মেয়াদ শেষে উক্ত পাসপোর্ট বিদেশের মাটিতে আর রিনিউ হবেনা।
উক্ত পাসপোর্ট নম্বর সফটওয়্যারে ব্লক দেখাবে।
এবং নজির আহমদ কাতারের মাটি থেকে উক্ত পাসপোর্ট দিয়ে আজকের পর থেকে  অন্য কোন দেশে টিকেট কেটেও যেতে পারবেননা।
যেহেতু টিকেটের ক্ষেত্রে ওখানে পাসপোর্ট লাগবে বাট এখন পাসপোর্ট ব্লক দেখাবে।
মূলত খুনিকে আইনের আওতায় আসতেই হবে।
মন্তব্য করুন

Your email address will not be published.