পটিয়ায় অপহরণের দুই ঘন্টা পর মুক্ত মুরগি ব্যবসায়ী 

 

আ ন ম সেলিম, পটিয়া (চট্টগ্রাম) :

চট্টগ্রামের পটিয়ায় অপহরণের দুই ঘন্টা পর মুক্ত হয়েছেন নুরুল আবছার আরজু নামে এক

মুরগি ব্যবসায়ী। তিনি মুন্সেফ বাজার এলাকার নুরু মিস্ত্রির পুত্র বলে জানা যায়।

আজ সকাল ৭.৩০ টার দিকে পটিয়া মুন্সেফ বাজার সংলগ্ন নিজের মুরগির সেইল সেন্টার থেকে উপজেলার ডেঙ্গাপাড়া এলাকার ভুলুর ছেলে ফাহিমের নেতৃত্বে মুখোশধারী ৩ জন অপহরণকারী অস্ত্রের মূখে জিম্মি করে মুরগি ব্যবসায়ী নুরুল আবছার আরজু কে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। অপহরণের পর তাকে প্রচুর মারধর করে প্রথমে ৪ লক্ষ পরে ১৭ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। তাৎক্ষণিক বিষয়টি জানাজানি হয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযান জোরদার করে। অপহরণকারী শনাক্ত হওয়া এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তাকে মুক্তিপন ছাড়াই দুই ঘন্টা পর

ছেড়ে দিতে বাধ্য হয়। পরে অপহ্রত আরজু পটিয়া মেডিকেলে চিকিৎসা গ্রহন করে। উল্লেখ্যে, তিনি চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা।

অপহৃত নুরুল আবছার আরজু জানান, অপরনের পর আমাকে মারধর করে প্যান্টের পকেটে থাকা ২০ থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুজ্জমান জানান, খবর পাওয়ার পরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে অভিযান জোরদার করার পর ভিকটিম মুক্তি পায়।

 

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.