আ ন ম সেলিম,পটিয়া(চট্টগ্রাম) :
চট্টগ্রামের পটিয়ায় লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুর ১.৩০ টার দিকে
পটিয়া সরকারি কলেজের সামনে রেইনট্রি গাছের উপর থেকে একটি অজগর সাপ উদ্ধার করে সাপুড়ে মো: বেলাল(৪০)। সে মনসা বাদমতল এলাকার ভ্রাম্যমাণ বেদে পল্লীর সাপুড়ে মনা মিয়ার ছেলে বলে জানা যায়।
ওয়াইল্ড লাইফ রেসকিউ টিম বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো: নাঈম উদ্দীন বিজয় বলেন,বেশ কিছুদিন যাবত পটিয়া পৌর সদরের ডাকবাংলোর সামনে রেইনট্রি গাছে বার্মিজ পাইতন জাতের একটি অজগর সাপ মাঝেমাঝে দেখা যেত। সোমবার দুপুরে আবারও দেখা গেলে সাপুড়ে বেলাল গাছের উপর উঠে বাঁশ দিয়ে গুতা দিলে সাপটি গাছ থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপরে পড়ে। এসময় আগেই থেকে উপস্থিত হাজারো উৎসুক জনতা সাপটি ধরে পেলে।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক বলেন, আনুমানিক ১৫ থেকে ১৬ কেজি ওজনের সাপটি সাপুড়ে বেলাল ধরে পাচারের উদ্দেশ্যে বেদে পল্লীতে নিয়ে যায়। আমার নেতৃত্বে পটিয়া রেঞ্জের একটি টিম সাপটি উদ্ধার করা হয়। পূর্ব হাইদগাঁও রিজার্ভ ফরেস্টে এটি অবমুক্ত করা হবে বলে তিনি জানান।