আ ন ম সেলিম,পটিয়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের পটিয়া সদর ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য রোধে পরিচালিত বিশেষ অভিযানে এক দালালকে আটক করে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।
দণ্ডপ্রাপ্ত দালালের নাম মো. আলী রেজা সাকিব (২২)। সে পটিয়া পৌরসভার বাহুলী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে । দীর্ঘদিন ধরে সে সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, “ভূমি অফিসে কোনো প্রকার দালালচক্রকে আমরা প্রশ্রয় দেব না। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে লক্ষ্যে নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হবে।”
তিনি আরও বলেন, “সরকারের ডিজিটাল ভূমি সেবা ব্যবস্থায় এখন সব কাজ অনলাইনে করা সম্ভব। তাই দালালের মাধ্যমে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
উল্লেখ্য, পটিয়া সদর ভূমি অফিসে নিয়মিত সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।