পটিয়ায় বিএনপির প্রার্থী এনামুল হক এনাম

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২(পটিয়) আসনে বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১২(পটিয়া) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষনা করা হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনামের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পটিয়া উপজেলা বিএনপির আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তিনি ২০১৮ সালেও পটিয়া থেকে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে আওয়ামী লীগের বিতর্কিত প্রার্থী সামশুল হক চৌধুরী বিচ্ছুর বিরুদ্ধে

নির্বাচন করেছিলেন।

কেন্দ্রিয় বিএনপির সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠক হয় বিএনপির স্থায়ী কমিটির।  লন্ডন থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই দীর্ঘ বৈঠকেই ২৩৭ আসনে বিএনপির মনোনীতদের তালিকা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এনামুল হক এনামের এই মনোনয়ন লাভে তার অনুসারীদের মাঝে আনন্দের বন্যা বয়ে চলেছে।

উপজেলা বিএনপির সিনিয়র নেতা ইসমাইল হোসেন জানান, আন্দোলন সংগ্রামে দীর্ঘ দিন ত্যাগ শিকার করেছেন এনাম ভাই। এটা তাঁর প্রাপ্য ছিল। বিএনপির তৃণমূল এনাম ভাইয়ের প্রান। কেন্দ্রিয় বিএনপির এই সিদ্ধান্তে তৃণমূল অত্যন্ত খুশি। দলের দু:সময়ে তিনি শত শত নেতাকর্মীকে আইনি ও আর্থিক সহায়তা দিয়ে কারামুক্ত করতে ভূমিকা রাখেন। তিনি ত্যাগ ও সাহসিকতার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.