বাচ্ছু পাটোয়ারী কমল,মিরসরাই প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। সোমবার (৩ নভেম্বর) বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে মিরসরাই আসনে নুরুল আমিন চেয়ারম্যানের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ধানের শীষের প্রার্থীতা পেয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নুরুল আমিন চেয়ারম্যান বলেন, আগামীর বাংলাদেশ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার সাথে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি, মিরসরাইয়ের সর্বস্তরের আমার দলীয় নেতাকর্মীদের প্রতি।
প্রতিক্রিয়ায় নুরুল আমিন চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের মিছিল, মিষ্টি বিতরণ ও যে কোন ধরনের কুটুক্তিমূলক বক্তব্য থেকে দূরে থাকার আহবান জানান। এসময় তিনি নিজের ও দেশনেত্রী খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চান।
নুরুল আমিন চেয়ারম্যান দীর্ঘ রাজনৈতিক জীবনে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থেকেছেন। আওয়ামী শাসনামলে তিনি শত শত নেতাকর্মীকে আইনি ও আর্থিক সহায়তা দিয়ে কারামুক্ত করতে ভূমিকা রাখেন। এছাড়াও বিগত আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে তিনি ত্যাগ ও সাহসিকতার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে অংশ নিয়ে মাত্র এক ঘণ্টার ভোটে বিপুল সমর্থন অর্জন করেছিলেন নুরুল আমিন।