একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট উপেক্ষা করেই- চলছিল কেরানী হাটের সেই বানিজ্য মেলা

পুনরায় চালু করতে রাতে আয়োজকেরা গিয়ে মিটিং করেছে ৪০মিনিট-

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া 
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট সী ওয়ার্ল্ড রেস্টুরেন্ট সংলগ্ন স্থানে চলমান অনুমোদনহীন মেলা আজ শনিবার বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ‘উপরে হেফজ খানা নিচে বানিজ্য মেলার বেহায়াপনা’ শিরোনামে
 চট্টগ্রাম সংবাদের অনলাইন ভার্সনে  প্রতিবেদন প্রকাশের পরই পুলিশ প্রশাসন বিষয়টি আমলে নেয় এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।
এদিকে সাতকানিয়া কেরানীহাটে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বেহালদশা হবে এবং আইনশৃঙ্খলার চরম অবনতি হতে পারে এমন আশংকা প্রকাশ করে কর্মরত একাধিক গোয়েন্দা সংস্থার তরফে উর্ধ্বতন কর্তৃপক্ষে রিপোর্ট দাখিল করা হয়েছিল, তবুও একাধিক গোয়েন্দা সংস্থার দাখিল করা রিপোর্টকে উপেক্ষা করে বানিজ্য মেলা চালিয়ে যাওয়াটাকে স্থানীয় সচেতন মহল মনে করছে- হয়তো বিশাল অংকের বিনিময়ে নয়তো অদৃশ্য শক্তির ইন্ধনে এই মেলা চলছিল।
এদিকে অনেক নাটকীয়তার পরে শুক্রবার সন্ধ্যায় সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  এএসপি আরিফুল ইসলাম  জানান, মেলার আয়োজকদের প্রয়োজনীয় কোনো অনুমোদন নেই। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে আগামীকাল (শনিবার) মেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে প্রতিবেদককে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মরত  একাধিক গোয়েন্দা সংস্থার তরফ থেকে জানানো হয়, পুলিশ প্রশাসন মেলা বন্ধ করলেও মেলার আয়োজকরা রাত ৯.৩০ এর পর থেকে সাতকানিয়া থানায় গিয়ে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন কিভাবে উক্ত মেলা পুনরায় চালু করা যায়।
এদিকে প্রশ্ন ওঠতে শুরু করছে, একাধিক  গোয়েন্দা সংস্থার তথ্যে নেগেটিভ থাকার পরও কোন অদৃশ্য শক্তির কারণে চলছিল অবৈধ বানিজ্য মেলা?
মন্তব্য করুন

Your email address will not be published.