সাতকানিয়ার ভোয়ালিয়া পাড়ার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে : হাজি রফিকুল আলম

 

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামে সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ভোয়ালিয়া পাড়ায় অটোরিকশা গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পর আজ জুমার নামাজের পর ক্ষতিগ্রস্ত স্থানে সরেজমিন পরিদর্শন করেন সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট দানবীর হাজি রফিকুল আলম। তিনি আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিটি রিকশা চালকের হাতে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা তুলে দেন।

 

ক্ষতিগ্রস্তরা  জানান, অগ্নিকাণ্ডে রিকশা হারিয়ে তারা চরম অসহায় অবস্থায় পড়েছেন। এসময় হাজি রফিকুল আলমের আর্থিক সহযোগিতা তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে আশার আলো জুগিয়েছে।

হাজি রফিকুল আলম বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। আমারা পৌরসভা বিএনপি দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাড়ানোর চেষ্টা করছি। আপতত আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্থকে নগদ১০ হাজার টাকা করে দিচ্ছি। ভবিষ্যতে আরও সহায়তার প্রয়োজন হলে আমরা আবারও সাহায্যের হাত বাড়িয়ে দিবো “ই-নশাআল্লাহ” এ সময় তার সাথে পৌরসভা বিএনপির বিভিন্নস্থরের নেতৃবৃন্দ সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠণের নেতা কর্মিসহ প্রায় শ’দুয়েক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 

এদিকে স্থানীয়রা দাবি করেছেন, এলাকায় নিয়মিত নজরদারি ও বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত না হলে এ ধরনের দুর্ঘটনা বাড়তেই থাকবে।

 

 

উল্লেখ্য যে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ভোয়ালিয়া পাড়ায় অটোরিকশা

গ্যারেজে গত মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে কমপক্ষে ৭টি অটোরিকশা। গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে মো. জাফরের গ্যারেজে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক রিকশায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ দিলেন বিএনপি নেতা হাজি রফিকুল আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে গ্যারেজ মালিক এবং রিকশা চালকদের প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও বেশির ভাগ রিকশা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

মন্তব্য করুন

Your email address will not be published.