সাতকানিয়ার আলোচিত হত্যাকান্ড:নিহত নুরুল কবিরের হত্যা’মামলায় কারাগারে গেলেন খুনি নেয়াজু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
বহুল আলোচিত চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গাজমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের কিরিচের আঘাতে নুরুল কবির (৩৮) নামে এক দিনমজুর নিহতের ঘটনায় হত্যা মামলার ২নং আসামি নেয়াজুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতি (১ই জানুয়ারি) দুপুর ১২টায়  জেলা ও দায়রা জজ আদালত,চট্টগ্রাম এর হেমায়েত উদ্দিনের আদালত দীর্ঘ শুনানী শেষ এই আদেশ দেন।
কারাগারে যাওয়া খুনীর নাম মো:নেয়াজুর রহমান(৪০) তিনি সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল মজিদের ছেলে।
একই ঘটনায় তারতার বাবা আব্দুল মজিদও কারাগারে রয়েছেন।
এই বিষয়ে বাদীর আইনজীবী এডভোকেট আবদুল লতিফ বলেন,খুনী নেয়াজুর রহমান আর তার স্ত্রী মহামান্য হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে- আদালত নেয়াজুর রহমানের জামিন না-মন্জুর করে নেয়াজুর রহমানকে কারাগারে পাঠান।
একই ঘটনায় নেয়াজুর স্ত্রীকে মহিলা বিবেচনায় জামিন প্রদান করেছেন মাননীয় আদালত।
জানা যায়  গত বছরের (৬ সেপ্টেম্বর২০২৫) এ রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে একইদিন বিকেল ৩টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছড়ারকুল এলাকায় প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন।
নিহত নুরুল কবির একই এলাকার মৃত আমির আলীর ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, নিহতের মা মমতাজ বেগম (৫৫), ভাই জানে আলম (২৭) ও মো. আবছার (৩৭)।
মন্তব্য করুন

Your email address will not be published.