নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় বালি লোডিং আনলোডিং কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক পিষিয়ে মারছে এক যুবককে।
সোমবার(৫ই জানুয়ারী) সকালে উপজেলার এওচিয়ার ২নং ওয়ার্ডের চূড়ামনি এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনায় নিহত যুবক একই এলাকার চূড়ামনির পশ্চিমের দোকানের অন্ধ আলীর ছেলে মো: সাইফুদদীন (৩২)বলে জানা যায়।
স্থানীয়দের বরাতে জানা যায়, যুবকটি আগে চট্টগ্রাম শহরের রেয়াজুদদীন বাজারে চাকুরী করত,পরে বিদেশেও চলে যায়।
অপরদিকে ৫/৬মাস আগে তার বিবাবিবাহিত স্ত্রীও নাকি বাপের বাড়ি চলে যায়।
এবং অভাব অনটনে এক পর্যায়ে ইট ভাটায় লেবার হিসেবেও সে জীবিকার তাগিতে কাজ বেঁছে নেই।
পারিবারিক ভাবেই ওই এলাকার( চূড়ামণি) সবচেয়ে গরীব এবং অসহায় ও শান্ত প্রকৃতির একজন ছেলেকেই বালির কাজে নিয়োজিত খালি ডাম্পার ট্রাকটি পিষিয়ে মারছে এমনটাই জানিয়েছেন স্থানীয় এক ব্যক্তি।
ওই ব্যক্তি আরো বলেন,ঘাতক ডাম্পার ট্রাকটির মালিকের বাড়ি বাঁশখালীর বানিগ্রামে,গাড়ীটি ওই এলাকার পান শুক্কুরের। ঘটনার সাথে সাথেই স্থানীয় কয়েকজন গাড়ীটিকে আটকে ফেলেন, পরে থানায় আটক গাড়ীটা হস্তান্তর করছে কিনা শিউর না।
তবে ডাম্পার ট্রাকটি বাঁশখালী হইতে আমাদের সামনের রাস্তা দিয়ে আমিলাইশের গরিঙ্গা হাটে বালির জন্য যাচ্ছিলো।
এদিকে সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: আরিফ বলেন,ছেলের পরিবারের পক্ষ থেকে একটি দরখাস্ত দেয়া হয়েছে। এবং লাশ তাদের জিম্মায় আছে- পাশাপাশি আমরা ঘাতক গাড়ীটিকে আটক করার চেষ্টা চালাচ্ছি।