নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ময়মনসিংহের গৌরীপুরে বাবার মৃত্যুর সংবাদ শুনে ঢাকা থেকে বাড়িতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মো. ফারুক আহমেদ (৩০) নামে এক সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কোনাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে গৌরীপুর থানা পুলিশ।
গ্রেপ্তার ফারুক আহমেদ গৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ফারুকের বাবা আলাল উদ্দিন (৭৫) বার্ধক্যজনিত কারণে মারা যান। বাবার মৃত্যুর খবর পেয়ে শুক্রবার ঢাকা থেকে বাড়িতে ছুটে আসেন ফারুক। ওই দিনই বাবার জানাজা ও দাফন সম্পন্ন করেন তিনি। রোববার বাবার আত্মার মাগফিরাত কামনায় বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই অনুষ্ঠানের আগেই শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করে।
ফারুকের স্ত্রী লিমা বেগম বলেন, ‘শ্বশুরের মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন আমার স্বামী। রোববার চার দিনের মিলাদ শেষ করে তার কর্মস্থলে ফেরার কথা ছিল। শনিবার রাতে তিনি পাশের বাড়িতে ঘুমানোর সময় পুলিশ তাকে ধরে নিয়ে যায়।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানিয়েছেন, গ্রেপ্তার ফারুক হোসেনের বিরুদ্ধে ২০২৫ সালের জুলাই মাসে পুলিশ বাদী হয়ে একটি নাশকতার মামলা করেছিল। সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে ফারুক আহমেদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।