নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ার চূড়ামনিতে একটি জমিজমা বিষয়কে কেন্দ্র করে নেজাম উদদীন নামে এক যুবকের বিরুদ্ধে একটি ভুঁইফোঁড় অনলাইনে মনগড়া ভিডিও সংবাদ পরিবেশন করার অভিযোগ ওঠেছে।
সোমবার (৫ই জানুয়ারী) প্রকাশিত ভিডিও নিউজের বিরুদ্ধে চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা সাপ্তাহিক চট্টগ্রাম সংবাদে’র মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন এওচিয়ার ২নং ওয়ার্ডের মৃত বজল সওদাগরের পুত্র বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় ব্যবসায়ি নেজাম উদদীন, আরেক ব্যবসায়ি সানাউল্লাহ এবং নেজাম উদদীনের আপন বড় ভাই মো:আলমগীর।
জানা যায়, সানাউল্লাহ হচ্ছে চূড়ামণি বাজার কমিটির বর্তমান সভাপতি ও চূড়ামনি দুই নম্বর ওয়ার্ডের জামাতের দায়িত্বশীল তবে প্রকাশিত ওই ভিডিওতে তাকেও ডেবিল আখ্যা দেয়া হয়েছে।
একজন আইনজীবীর মাধ্যমে সাপ্তাহিক ‘চট্টগ্রাম সংবাদ’এ পাঠানো প্রতিবাদলিপিতে নেজাম উদদীন বলেন,ডিসেম্বরের ২৫তারিখ থেকেই মূলত স্থানীয় একটি চক্রের সাথে আমার জায়গা ও দোকান সংক্রান্ত ঝামেলা সৃষ্টি হলে- সেটার বিপরীতে গিয়ে আমাকে স্বৈরাচারের দোসর ট্যাগ লাগিয়ে ফায়দা হাসিল করতে চায় একটি মহল।
অথচ!আমি ওই সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে আইনগত পদক্ষেপও নিয়েছি।
তিনি ওই প্রতিবাদ-লিপিতে আরো বলেন, মূলত আমি কখনো কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিলাম না।
এমনকি আমার ছোট ভাই আলমগীর এবং সানাউল্লাহকেও আমার সাথে স্বৈরাচারের দোসর বানাচ্ছে আমার স্থানীয় প্রতিপক্ষরা,এসব মিথ্যা প্রোপাগাণ্ডা এলাকার সব মানুষ বুঝে।
তবুও আমি সবাইকে অনুরোধ করবো ভূঁইফোড় অনলাইনে প্রকাশিত মিথ্যা ভিডিও সংবাদের মাধ্যমে কাউকে প্রভাবিত না হতে এবং উক্ত ভিডিও বিশ্বাস না করতে।
নেজাম উদদীন বলেন,আমি মিডিয়াকে অনুরোধ জানাচ্ছি প্রকৃত সত্যতা প্রচার করবেন,নিজের মালিকানা সম্পত্তির বিষয়ে বিশেষ সুবিধা পেতে সমাজের প্রতিষ্ঠিত কোন ব্যক্তিকে স্বৈরাচারের ট্যাগ না লাগাতে।
আমি প্রকাশিত উক্ত ভিডিও সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।