বাঁশখালীতে এতিম অসহায় মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

 

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ভাদালিয়া হারুন বাজারস্থ বায়তুল ইরফান আদর্শ মাদরাসার হল রুমে এম.এ.টি ফাউন্ডেশন ও বায়তুল ইরফান আদর্শ মাদ্রাসার যৌথ ব্যবস্থাপনায় কাজী মাওলানা মনছুরুল হকের সার্বিক তত্বাবধানে এতিম অসহায় মাদরাসা শিক্ষার্থী শীতার্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারী) দুপুরে মাদরাসা হল রুমে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক কাজী মাওলানা মুহাম্মদ মনছুরুল হক।

 

এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা মোস্তফা আলী, মাওলানা আব্দুল জাব্বার,বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য সচিব মুহাম্মদ মিজান বিন তাহের, হাফেজ দিদার, মাওলানা আব্দুল জলিল, মাওলানা কামাল উদ্দীন সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।

এ সময় তিনি বলেন- মানবকল্যাণে রাস্ট্রের সকল নাগরিকদের এগিয়ে আসতে হবে। বর্তমানে সারাদেশে যে শৈত্যপ্রবাহ চলছে। এতে গরীব অসহায় মানুষগুলো অনেক কষ্টে জীবন যাপন করছেন। এম.এ.টি ফাউন্ডেশন ও বায়তুল ইরফান আদর্শ মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় আমাদের কার্যক্রম অব্যাহত আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ব্যাপক হারে আমাদের কার্যক্রম বাড়ানোর জন্য সকলের নিকট দোয়া ও ভালোবাসা চাই।

এ সময় আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক দরিদ্র শিক্ষার্থী ও অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

মন্তব্য করুন

Your email address will not be published.