বাঁশখালী: ২কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করে প্রশংসায় ভাসছেন উপজেলা প্রশাসন

 

মুহাম্মদ মিজান বিন তাহের,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে বন বিভাগের সংরক্ষিত বন ভূমি সরকারি জায়গা দখল করে বাড়ি নির্মাণ, ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন।

 

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বচিরা বাড়ি ফরেস্ট এলাকায় সরকারি বন বিভাগের জায়গায় গড়ে ওঠা বাড়িতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানি আকন ।

 

অভিযানে অবৈধ ভাবে গড়ে ওঠা বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি বন বিভাগের জায়গা উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানি আকন ।

 

উচ্ছেদ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, বাঁশখালী থানা পুলিশ, চাম্বল , নাপোড়া ও পুঁইছুড়ি ফরেস্ট ও জলদী রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন,বন বিভাগের সংরক্ষিত বন ভূমি ২.৫ খানি বা ৫০ গন্ডা জায়গা দখল করে বাড়ির নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
তখন তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য একে একে ৭ বার বাঁধা দিয়েছি এবং মামলা ও দিয়েছি । কিন্তু তারা গায়ের জোরে কাজ চালিয়ে যাচ্ছে। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ভাবে গড়ে তোলা বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি বনের জায়গা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২কোটি টাকা বলে জানান তিনি।

 

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানি আকন বলেন, বাঁশখালী উপজেলার ১১নং পুঁইছুড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বসিরা বাড়ি ফরেস্ট এলাকায় প্রায় ১০০ শতাংশ সরকারি বনের জায়গা অবৈধ ভাবে দখল করে বাড়ি নির্মাণ করেছিল ওই এলাকার এক ব্যক্তি।

 

তিনি আরও বলেন, তখন তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য ৭ বার বাঁধা প্রদান করা হলেও বাড়িটি সরিয়ে নেননি। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ভাবে গড়ে তোলা বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি বনের জায়গা উদ্ধার করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.