চন্দনাইশে অনুমতি ছাড়াই পুকুর খনন  দুইটি ডাম্পার জব্দ, জরিমানা

 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকায় সরকারি অনুমতি ছাড়া পুকুর খনন করে মাটি ইটভাটায় সরবরাহের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুইটি পিকআপ/ডাম্পার ট্রাক জব্দ করেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানা গেছে, কবরস্থান ভরাটের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর পুকুর খননের আবেদন করা হলেও চূড়ান্ত অনুমোদন না পাওয়ার আগেই খনন কার্যক্রম শুরু করা হয়। বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বুধবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। অভিযানকালে অনুমতিবিহীনভাবে পুকুর খনন করে মাটি পরিবহনের প্রমাণ পাওয়ায় ট্রাক দুটি জব্দ করা হয় এবং আইন অনুযায়ী জরিমানা করা হয়।

এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন,

“আবেদন করলেই কেউ আইন ভঙ্গ করতে পারে না। কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া পুকুর খনন ও মাটি পরিবহন সম্পূর্ণ বেআইনি। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

মন্তব্য করুন

Your email address will not be published.