পটিয়ায় জেলা যুবলীগ নেতা শাহরু গ্রেফতার

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

পটিয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা আবু ছালেহ মো: শাহরিয়ার

শাহরু (৪৬) কে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে

ভাটিখাইন ইউনিয়নের করলস্থ  বসত বাড়ী হতে তাকে গ্রেফতার করা হয়। সে

০২নং ওয়ার্ড আবুল খায়েরের বাড়ীর মৃত আবু তালেবের ছেলে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সদস্য। তিনি দীর্ঘ দিন আত্মগোপনে থাকার পর বাড়িতে আসার গোপন খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জানা যায়, ৫ আগস্ট পরবর্তী আওয়ামী লীগের চরম দু:সময়ে যে কয়জন জীবনের ঝুঁকি নিয়ে দলীয় কর্মসূচি পালন সহ অগ্রণী ভূমিকা পালন করেছেন তার মধ্যে যুবলীগ নেতা আবু ছালেহ মো: শাহরিয়ার শাহরু অন্যতম।  তিনি অস্বচ্ছল কর্মীদের সাহায্য সহযোগিতা করেছেন। তার গ্রেফতারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।

যুবলীগ নেতা সাইফুদ্দিন উদ্দীন সাইফু জানান,আওয়ামী লীগের সুসময়ে বিএনপি ও জাতীয় পার্টি হয়ে আওয়ামী লীগে আসা সামশুল হক চৌধুরী বিগত ১৫ বছর এমপি ও হুইপ হয়ে হালুয়া রুটি ভাগ করে নিজের আখের গোছিয়েছেন। হয়েছেন হাজার কোটি টাকার মালিক। কিন্তু দলের এই ক্লান্তিকালে তিনি কারো খবর খবর না নিলেও এই আবু ছালেহ শাহরিয়ারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সুসংগঠিত করতে ভূমিকা রেখেছেন। আমি তার গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান,পটিয়া থানার বিশেষে অভিযানে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সদস্য আবু ছালেহ মোহাম্মদ শাহরিয়ার শাহরুকে গ্রেফতার করা হয়।

পটিয়া থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলা সহ ০৩ টি মামলায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.