বান্দরবান বনবিভাগ: অবৈধ কাঠ মজুদকারীদের বিরুদ্ধে থানচি রেঞ্জের বড় অভিযান
এই অভিযানে জব্দ করা হয় ৫ লাখ টাকার সেগুন কাঠ
নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম
বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলামের নির্দেশনায় বান্দরবান বন বিভাগের থানচি রেঞ্জের আওতাধীন বড় মোদক এলাকায় অবৈধ ভাবে গাছ কর্তনকারী ও অবৈধ কাঠ মজুদকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করে ৭১৬টি সেগুন গোল কাঠ জব্দ করা হয়।
গত রবিবার (১৮ই জানুয়ারি) বিকেলে থানচি রেঞ্জের বড় মোদক এলাকায় বিজিবি মোদক ৫৭ আলীকদম ব্যাটালিয়নের সার্বিক সহযোগিতায় বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলামের নির্দেশে থানচি রেঞ্জের রেঞ্জার ইসরায়েল হোসেন এই অভিযানটি পরিচালনা করেন।
জানা যায়,বান্দরবান বনবিভাগের থানচি রেঞ্জে ইসরায়েল হোসেন রেঞ্জার হিসেবে দায়িত্বপালন করার পর থেকেই রেঞ্জ এলাকায় বিভিন্ন ভাবে ব্যাপক অভিযানের ফলে থানচির অবৈধ গাছ কর্তনকারীরা এবং অবৈধ কাঠ পাচারকারীরা নিত্যনৈমত্তিক কৌশল পাল্টিয়ে চলে আসছিলো।

তবুও সর্বশেষ, থানচির রেঞ্জের আওতাধীন বড় মোদক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবিকে সাথে নিয়ে চিহ্নিত বনখেকোদের আস্তানায় একটি সফল অভিযান পরিচালনা করে ৫লক্ষ টাকার সেগুন গোলকাঠ জব্দ করেন যার পরিমাপ ৪২২.০৩ঘনফুট প্রায়।
থানচির রেঞ্জের রেঞ্জার ইসরায়েল হোসেন ‘চট্টগ্রাম সংবাদ’কে বলেন,আমাদের বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম স্যারের নির্দেশনায় পুরো বান্দরবানে কোথাও পাহাড় খেকোরা সুবিধা করতে পারছেনা।
তারই ধারাবাহিকতায় স্যারের(তৌফিকুল ইসলাম) নির্দেশনায় এবং বিজিবির ক্যাপ্টেন আবিদ আহমদ সাব্বিরের নেতৃত্বাধীন টীমের সার্বিক সহযোগিতায় আজকের এই অভিযানটি সফল হয়।
এবং অভিযানে ৫ লক্ষ টাকার সেগুন গোল কাঠ জব্দ করা হয়।ইসরায়েল হোসেন আরো বলেন-শুধুই কাঠ জব্দ নয় কাঠগুলোর মজুদদারদের বিরুদ্ধেও বন আইনে মামলা করা হচ্ছে।
এদিকে থানচি রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, রেঞ্জার ইসরায়েল হোসেনের সাথে রেঞ্জ অফিসের হাইসিঙ চিঙ মার্মা ও ফরেস্ট গার্ড প্রকাশ চন্দ্র মল্লিকও উপস্থিত ছিলেন।