পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় পুকুরে পড়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে এক গৃহিণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার হাঈদগাও ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহিণীর নাম টিংকু দাশ (৩৫)। তিনি হাঈদগাও ইউনিয়নের ২নং ওয়ার্ড ভ্রাম্মণ পাড়া এলাকার বাসিন্দা ছোটন চক্রবর্তীর স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ির পাশের পুকুরে থালা-বাসন ধোয়ার জন্য যান টিংকু দাশ। এ সময় হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে খিঁচুনি উঠে তিনি পানিতে নিমজ্জিত হয়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন মৃগী রোগে ভুগছিলেন বলে পরিবার জানায়। এই ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে।
এলাকায় শোক ও আফসোস ছড়িয়ে পড়ে। এ ধরনের একটি দুর্ঘটনা অত্যন্ত চরম বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।