পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়া প্রেসক্লাবের উদ্যোগে পাহাড়ি প্রাকৃতিক ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পিকনিক ও মিলন মেলা। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন পটিয়া প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক,শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিরা। সবুজ পাহাড়, নির্মল বাতাস ও প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দিনটির শুরু হয় মিলন মেলা ও প্রাতঃরাশের মাধ্যমে। পরে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান,কৌতুক পর্ব ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।পটিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য কাজী মহসিন ও প্রণব বড়ুয়া অর্নব
পটিয়া প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনের বাইরে এমন মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও বন্ধনকে আরও সুদৃঢ় করে।
পিকনিকের অন্যতম আকর্ষণ ছিল পাহাড়ি পরিবেশে দলীয় মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক পরিবেশনা। শিশুরা খেলাধুলায় মেতে ওঠে এবং বড়রা স্মৃতিচারণ ও আড্ডায় সময় কাটান।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করা হবে।