থানচি থেকেই বিএনপির সাচিং প্রু জেরীর নির্বাচনী প্রচারণা শুরু

সৈয়দ আককাস উদদীন, চট্টগ্রাম থেকে

প্রতীক বরাদ্দের পর বান্দরবান ৩০০ নম্বর আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে জেলার অন্যতম পাহাড়ী জনগোষ্ঠী অধ্যুষিত দুর্গম থানচি উপজেলা থেকে তিনি তাঁর নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন। প্রচারণার প্রথম দিনেই পাহাড়ি ও বাঙালি ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

প্রচারণার শুরুতে সাচিং প্র জেরী থানচি বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি অটুট রেখে বান্দরবানের সার্বিক উন্নয়নই আমার প্রধান লক্ষ্য।

নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি দুর্গম এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘থানচির মতো জনপদগুলো দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত ও অবহেলিত। আমি এই অবহেলার অবসান ঘটাতে চাই। পাহাড়ি-বাঙালি সবাইকে সঙ্গে নিয়েই আমি একটি সমৃদ্ধ বান্দরবান গড়তে চাই।’

প্রচারণা চলাকালে স্থানীয় ভোটাররা জানান, সরাসরি প্রার্থীর সঙ্গে কথা বলতে পেরে তারা আনন্দিত। এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে একজন সৎ ও সাহসী জনপ্রতিনিধি প্রত্যাশা করছেন তারা।

এসময় জেলা বিএনপি নেতা অধ্যাপক ওসমান গণি, মুজিবুর রশিদ, আবদুল মাবুদ, আবদুল কুদ্দুছসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে জেলা বিএনপির নেতাকর্মীরা জানান, প্রতীক বরাদ্দের পর থেকেই তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। থানচি থেকে শুরু হওয়া এই প্রচারণা পর্যাক্রমে জেলার প্রতিটি উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে।

এদিকে এনসিপি-জামায়াত জোটের প্রার্থী এস এম সুজা উদ্দিন নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছে। অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আবুল কালাম শহরে নিজ কার্যালয়ে কোরআন খতনের মাধ্যমে বালাঘাটা থেকে তাঁর প্রচারণা শুরু করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.