চট্টগ্রাম সংবাদ’র খবর প্রকাশ: অবৈধ বালু উত্তোলনে ইউএন’র এ্যাকশন

চট্টগ্রাম উত্তর বনবিভাগের করের হাট রেঞ্জ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

 

চট্টগ্রাম বনবিভাগ উত্তরের আওতাধীন   মিরসরাই উপজেলার করের হাট রেঞ্জে ‘ পানির শ্যালো মেশিন দিয়ে  নরম করে  পাহাড় থেকে উত্তোলন হচ্ছে বালি’ শিরোনামে ২৫শে জানুয়ারি (রবিবার) দুপুরে ‘চট্টগ্রাম সংবাদ’পত্রিকার অনলাইন সংস্করণে একটি সংবাদ প্রকাশিত হয়।

 

প্রকাশিত সংবাদটি মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের নজরে আসলে তিনি মাত্র ১দিন পরই  ২৬শে জানুয়ারি (সোমবার) দুপুরে পত্রিকায় প্রকাশিত স্পটে গিয়ে শ্যালো মেশিন ও একটি লম্বা পাইপলাইনসহ আনুষঙ্গিক জিনিসপত্র বিকল করে দেন।

 

পাশাপাশি হিঙ্গুলি ইউনিয়নের রসুলপুর গ্রামে রিজার্ভ ফরেস্ট সংশ্লিষ্ট হিঙ্গুলী খালে ড্রেজার মেশিন বসিয়ে পাইপ দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধেও অভিযান পরিচালনা করেন।

 

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সাথে ছিলেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী পরিচালক  পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম, এবং চট্টগ্রাম উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক, করের হাট রেঞ্জ কর্মকর্তা ও জোরারগঞ্জ থানা পুলিশের টীম।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.