ওসমান গনি :
অবশেষে লামার ফাইতং ইউনিয়নে টোল আদায়ের নামে চাঁদাবাজি করা গেইটটি ভেঙ্গে দিয়েছে লামা উপজেলা প্রশাসন।
আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬ইং) বিকেলে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন গেইটটি ভেঙ্গে দেয়।
ফাইতং ইউনিয়ন পরিষদ কৃষক, বাগানী, পোল্ট্রি ব্যবসায়ী ও ইটভাটা মালিকদের কাছ থেকে জোর পূর্বক টোল আদায়ের অভিযোগে এই সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।
জনবান্ধন এই উদ্যোগের জন্য লামা ইউএনও’কে ধন্যবাদ জানিয়ে ইতিমধ্যে আদায়কৃত সমুদয় টাকা ফেরত দাবী করেছে ভুক্তভোগীরা।