নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় ধানের শীষের প্রার্থীর ব্যানার খুলে ফেলার দায়ে সালাহউদ্দিন নামে এক জামায়াত সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৬ জানুয়ারি রাত সাড়ে এগারোটার সময় উপজেলার পুরাতন বিওসি এলাকায় এই ঘটনাটি ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্র্যাট মং এছেন।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী মেজিস্ট্রেট মং এছেন বলেন, প্রার্থীর ব্যানার খুলে ফেলা আচরণবিধি লঙ্ঘন, কোনভাবে আচরণবিধি লঙ্ঘন করা যাবেনা বলেও জানান তিনি।