আনোয়ায়ারা প্রতিনিধি
কক্সবাজার টেকনাফ থেকে পেটের ভেতর করে ইয়াবা নিয়ে আসার এমন সংবাদের ভিত্তিতে ভোর রাতে উপজেলার বরুমছড়া এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার আনোয়ারা থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি মোজাহের স্বীকার করে তার পেটের ভেতর রয়েছে ইয়াবা। পরে তাকে উপজেলার একটি ক্লিনিক্যাল ল্যাবে নিয়ে লাল টেপ মোড়ানো ২০টি ইয়াবার পুটলি বের করা হয়। পুটলিতে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার উপ পুলিশ পরিদর্শক আবুল ফয়েজ জুয়েল। তিনি জানান, বুধবার (২০ জানুয়ারী) দুপুরে একই এলাকার আব্দুল ছবুরের ছেলে মো. মোজাহের (৩১) কে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মূল্যে আনুমানিক ৩ লক্ষ টাকা।
এসময়ে ২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বরুমছড়া নবী হোসেনের ছেলে আব্দুল গফুর (২৭) ও মো. মৃত শাহ আলমের ছেলে মো. সেলিম (২৬)। আব্দুল গফুরের সহযোগী হিসেবে ছিল সেলিম এমনটায় জানান পুলিশ। গ্রেপ্তারকৃতদের মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, গতরাতে অভিযান চালিয়ে তিনজনকে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।