বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে হাজারো ভক্ত-আশেকানের উপস্থিতিতে হযরত ঝিনঝি ফকির শাহ্ (রহ:)’র ৫৬ তম ওরস শরীফ পালিত হয়েছে।
সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাঁশখালী উপজেলার সাধনপুর বৈলগাঁওস্থ মাজার প্রাঙ্গণে মাজার পরিচালনা কমিটির সহযোগিতায় ৫৬ ওরস শরীফ উপলক্ষে খতমে কুরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির আজকার ও ঝিনঝি ফকিরের জীবনী নিয়ে বয়ান করা হয়।
এ সময় ওরস শরীফে মাজার পরিচালনা কমিটির সভাপতি মো. জিয়া উদ্দীনের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে. এম সালাহ্উদ্দীন কামাল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মুহাম্মদ জিয়া উদ্দিন, আলী নবী, চৌধুরী মুহাম্মদ মুবিন, কৃষকদল নেতা হাসান মনছুর, জামাত নেতা এম মোর্শেদ, ইস্তাফিজুল হক শাকিল, হৃদয়, মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. মাহমুদুল ইসলাম, সহ-সভাপতি বেলাল, অর্থসম্পাদক ইব্রাহিম ও উপজেলা ছাত্রদল নেতা দিলদার হোসেন রানা প্রমুখ।
এ সময় মিলাদ মাহফিলে বক্তারা হযরত ঝিনঝি ফকির শাহ্ (রহ.)’র ওরস শরীফের আধ্যাত্মিক তাৎপর্য, ইসলাম ধর্মের মূলনীতি, পীর-আউলিয়াদের জীবন ও আদর্শ এবং তাদের কর্মজীবনের উপর আলোকপাত করেন। পরবর্তী হাজার হাজার ভক্তকুলের মাঝে তবারক বিতরণ ও ভোররাতে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে ওরস সম্পন্ন হয়।’
আগত ভক্ত-আশেকানদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানা খাদেম হাজি আহমুদুুর রহমান ও হাজী আবু বকর।
ছবি: ক্যাপশন> হযরত ঝিনঝি ফকির শাহ্ (রহ:) ৫৬তম ওরস শরীফ পালিত।