চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ চুনতি রেঞ্জ:প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি

 

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ চুনতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবির হোসেন ও চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক মো: দেলোয়ার হোসেনকে জড়িয়ে ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয়  দৈনিক  পত্রিকার অনলাইন সংস্করণে’ দক্ষিণ চট্টগ্রামে ইটভাটায় জ্বলছে বনের কাঠ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

উক্ত সংবাদের বিরুদ্ধে মঙ্গলবার (২৭শে জানুয়ারি) সন্ধ্যায় চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হোসেন সাক্ষরিত একটি প্রতিবাদ লিপি চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা ‘চট্টগ্রাম সংবাদ’র হাতে আসে।

উক্ত প্রতিবাদলিপিতে আবির হোসেন স্পষ্ট ও দৃঢ়ভাষায় বলেন যে চলতি মাসের ১২ই জানুয়ারি প্রকাশিত দৈনিকটির অনলাইন সংস্করণে যা বলা হয়েছে তা হচ্ছে একটি মহল সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাকে এবং আমার স্যার সহকারি বনসংরক্ষক দেলোয়ার হোসেনকে জড়িয়ে মানহানি করার উদ্দেশ্য মনগড়া সংবাদটি প্রচার করা হয়েছিল।

আমি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং ১২ই জানুয়ারি জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদটির বিষয়ে কাউকে প্রভাবিত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

 

এদিকে ১২ই জানুয়ারির প্রকাশিত সংবাদের প্রকৃত সূত্র ‘চট্টগ্রাম সংবাদ’র অনুসন্ধানী টীম খোঁজে না পাওয়ায় ঐ সংবাদের সত্যতা সম্পর্কে যাচাই করাও সম্ভব হয়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.