সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ডের ছড়ারকুল ইয়াং সোসাইটি ক্লাবের সাইনবোর্ড ভাঙ্গার চেষ্টার হামলায় শাহজান(৩০)নামে এক যুবক আহত হয়েছেন।
গত ১৮ই মে(মঙ্গলবার)রাত ৯টার দিকে পৌর এলাকার ২নং ওয়ার্ডের ইয়াং সোসাইটি ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তি উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ডের ছড়ারকুলের আবুল কাশেমের ছেলে মোঃশাহজান (৩০)
জানাযায়,পৌরসভার ২নং ওয়ার্ড এলাকার ছড়ারকুলে ইয়াং সোসাইটি নামক একটি সামাজিক সংগঠনের সাইনবোর্ড ভাঙচুরের চেষ্টা চালায় গত ১৭ই মে রাত ১১টার নাগাদ স্থানীয় কিছু যুবক,ওই সময় শাহজানসহ এলাকার কিছু লোক তাদেরকে প্রতিহত করলে তারা পরের দিন অর্থাৎ (১৮ই মে) মঙ্গলবার রাত ৯টার দিকে পূর্বের দিনের জেরে একই এলাকার শামসুল ইসলামের ছেলে আব্দুর রহিম(৩৫)সহ মোট ১০/১৫জন শাহজানকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মারাত্বক জখম করে পালিয়ে যায়, পরে স্থানীয়রা উদ্ধার তাকে (শাহজান)কে সাতকানিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এই ঘটনায় আহত (শাহজান) গনমাধ্যমকে বলেন,মূলত ছড়ারকুল ইয়াং সোসাইটি ক্লাবের সাইনবোর্ড ভাঙচুরকে কেন্দ্র করে আব্দুর রহিম,নেজাম উদদীন,বেলাল উদদীন,তৌহিদুল ইসলাম,মোঃশাহেদ আমার ব্যাপক মারধর ও ছুরিকাঘাত করলে আমি বাদী হয়ে তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটা অভিযোগ দায়ের করেছি।
তিনি আরো বলেন,আমাকে যারা হামলা করেছে তারা সবাই জামাত শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত তাই আমার সাথে মতানৈক্য কারণ আমি স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।
এই বলে তিনি থানায় দায়ের করা একটি অভিযোগপত্রের ফটোকপি গনমাধ্যমকেও দেন।
ওই অভিযোগপত্রের সুত্রে দেখা যায় আহত শাহজান বাদী হয়ে মোট ৫জনকে বিবাদী করা হয়।