পটিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) ভোর ৪টায় পটিয়ার বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, পটিয়া বাইপাস মোড়ে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

 

মন্তব্য করুন

Your email address will not be published.