নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আকবরশাহে বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম মো. ফারুক (২২)।
গত বুধবার (১৯ মে) দিবাগত রাত ৩টায় শাপলা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক বাঁশখালী উপজেলার ৩ নম্বর খানখানাবাদ ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মো. ইয়াসির আরাফাত।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাপলা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তলসহ মো. ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আকবরশাহ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।