‘বর বললে আমি অভিনয় ছেড়ে দেব’- কাজল

দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। ক্যারিয়ারে তামিল, তেলেগু ও হিন্দি ভাষার অনেক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। গত ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই অভিনেত্রী। বিয়ের এক বছর না পেরুতেই অভিনয় ছেড়ে দেওয়ার বিষয়ে মুখ খুললেন কাজল।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিয়ের পর কাজলের বর গৌতম কিচলু ও তার পরিবারের কাছ থেকে অভিনয়ের বিষয়ে অনেক সাপোর্ট পেয়েছেন। যার কারণে তার অভিনয় চালিয়ে যাওয়া সহজ হয়েছে। কিন্তু কাজল জানেন না আর কতদিন অভিনয় করবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় ছেড়ে দেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়ে কাজল বলেন, ‘যদি আমার বর বলে তবে আমি অভিনয় ছেড়ে দেব।’

দীর্ঘদিন গোপনে প্রেমের সম্পর্কে ছিলেন কাজল-গৌতম। গত বছরের অক্টোবরের শুরুতে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেন এই অভিনেত্রী। তখন কাজল জানান, বিয়ের পরও অভিনয় চালিয়ে যাবেন তিনি। তবে এখন অভিনয় নিয়ে কাজল-কিচলুর কোনো দ্বন্দ্ব হয়েছে কিনা তা এখনো অজানা।

মন্তব্য করুন

Your email address will not be published.