চকরিয়ায় কাকারা-মানিকপুর সড়কে গাছের ব্যারিকেড দিয়ে ডাকাতি:আহত ১

 

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় কাকারা-মানিকপুর সড়কে গাছের ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন। এসময় ৭/৮ জনের একটি ডাকাতদল বন্দুকের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও চারটি মোবাইল সেট কেড়ে নেয়।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর অংশের পুইট্যারচরা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
এ নিয়ে ক্ষতিগ্রস্থ ডাকাতির শিকার আমিরুল ইসলাম দুলু বাদি হয়ে ৮ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন ঘটনার সত্যতা নিশ্চিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.