সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ার পৌরসভার গোয়াজার পাড়া থেকে ইয়াবাসহ দুজনকে আটক করেন সাতকানিয়া থানা পুলিশ।
আজ ২০শে মে(বৃহস্পতিবার) রাত ১০টার দিকে পৌরসভার গোয়াজার পাড়ার যুবলীগনেতা আবু হানিফের বাড়ি থেকেই তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন,কক্সবাজার জেলার উখিয়ার পালংখালির মৃত ফোরকানের ছেলে মোঃছালাম(৪০)
এবং সাতকানিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের গোয়াজর পাড়া এলাকার মৃত বাদশা ফকিরের ছেলে স্থানীয় যুবলীগনেতা মোঃ আবু হানিফ।
জানাযায়,কক্সবাজারের পালংখালি থেকে পেটের ভেতর করে প্রায় ৪০০০(চার হাজার পিস)ইয়াবা নিয়ে সাতকানিয়ার গোয়াজর পাড়ার যুবলীগনেতা আবুহানিফের বাড়িতে অবস্থান করেন,যাতে রাতে খেয়েদেয়ে পায়খানার মাধ্যমে ইয়াবা বের করে আবু হানিফকে হস্তান্তর করতে পারেন।
কিন্তু এই পেটের ভেতর ইয়াবা, রাতে প্রচুর খেয়ে পায়খানা করেই ইয়াবা বের করে হস্তান্তর! এমন ঘটনা জেনে যায় সাতকানিয়ার এএসআই দীপক ও এএসআই জিহাদ।
ফলে আবু হানিফ আর উখিয়ার ছালামকে নিয়ে আসেন থানায়,থানায় এনে পুলিশ ও নাছোড় বান্দা এএসআই জিহাদ পাহারা বসায় ছালাম কখন পায়খানা করবে!
পরে ছালামকে আস্তে আস্তে পেট ভরে মত খাওয়াইয়ে পায়খানা করিয়েই এই ইয়াবা বের করেন এএসআই জিহাদ।
এএসআই জিহাদ জানান,পায়খানা সম্পন্ন হলে এবং ইনফরমেশনকৃত ইয়াবা পেট থেকে বের হলেই তাকে যথাযথ মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।
তবে গোয়াজরপাড়ার পুরো সিন্ডিকেটকেই আমরা নজরে রাখছি।
তবে আটকৃত কক্সবাজারের উখিয়ার ছালাম বলেন,আবু হানিফের ভাই আশিফের নিকট মূলত চালান গুলি আনছিলাম।
তবে ঠিকানা দিলো আবু হানিফের বাড়ি কিন্তু এখানে এসে জানছি তারা দুজন আপন ভাই।
ছালাম পেশায় নিজেকে গাছ কাটার শ্রমিক পরিচয়ও দেন।
আবু হানিফদের সাথে তার মূলত গাছ ব্যবসায় সখ্যতা গড়ে ওঠেছে বলেও জানান।