সাতকানিয়া প্রতিনিধি
এওচিয়ার দেওদীঘিতে আবারো বজ্রপাতের ফলে আহত একজন।
আজ ২৩শে মে(রবিবার) বিকাল ৫.৩০ এর নাগাদ উপজেলার এওচিয়ার দেওদীঘির পূর্বে বলীর বাড়ীর বাসিন্দা মোঃআবছারের উপর বজ্রপাতের ছিটকা পড়ে বলে নিশ্চিত করেন স্থানীয়রা।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা রিদুয়ান বলেন,আহত আবছারকে বর্তমানে হাসপাতালে নেয়া হয়েছে আশংকামুক্ত বলে খবর পাওয়া গেছে।
- উল্লেখ্যঃএকই এলাকার বয়স্ক মহিলা বেশ কয়েকদিন আগে বজ্রপাতে নিহত হয়েছিলেন।