ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির বিদায় ও নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

রোববার দুপুরে জেলা আইনজীবী সমিতির হলরুমে শপথ গ্রহণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নব-নির্বাচিত কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইন্তাজুল হক সহ নির্বাচিত সকল সদস্যবৃন্দদের শপথ বাক্য পাঠ করান প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতা।

এর আগে অনুষ্ঠানের শুরুতে জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে ফুলের তোঁড়া প্রদান করা হয়।

নব-নির্বাচিত নতুন কমিটির অন্য নেতৃবন্দরা হলেন: সহ-সভাপতি অ্যাডভোকেট রফিজ উদ্দীন, অ্যাডভোকেট হাবিবা ইয়াসমিন, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকটে লাইজুল ইসলাম, ট্রেজারি সম্পাদক অ্যাডভোকেট আবু দাউদ মানিক, কমন রুম এবং কালচারাল সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, নির্বাহী সদস্য অ্যাডভোকেট তৈমুর রহমান, অ্যাডভোকেট আবু তৈয়ব মো. নাজমুল হুদা, অ্যাডভোকেট আশিকুর রহমান ও অ্যাডভোকেট ললিত কুমার রায়।

গত ১৮ মে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির ২০২১-২০২২ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বিঘ্নে ২০৫ জন ভোটারের মধ্যে ১৯৪ জন ভোট দেন। নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৭টি পদে জয়লাভ করেন ও আওয়ামী লীগপন্থী প্যানেল ৫টি পদে জয়ী হন। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আনিসুর রহমান খান মিলন।

চট্টগ্রাম সংবাদ/জাই

মন্তব্য করুন

Your email address will not be published.