চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদে বজ্রপাতে দুই ভাই আহত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদে বজ্রপাতে দুই ভাই আহত হয়েছে। আহত দুই ভাই হল, মো. মুরসালিন (১৮) ও মো. মুক্তাদীর (৭)।তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে পূর্ব নাসিরাবাদ বাটা শো-রুম এর পিছনে নিজ বাসার ছাদে এ দুর্ঘটনা ঘটে।
আহত মো. মুরসালিন ও মো. মুক্তাদীর পূর্ব নাসিরাবাদ এলাকার মো. বেলালের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া বলেন, ‘বজ্রপাতে আহত দুই ভাইকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করান।