পীরগঞ্জে ভূমিহীনদের সাথে সাংবাদিকদের মতবিনিময়

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খাস জমি উদ্ধারের আন্দোলনকে বেগবান করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সিডিএ (কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন) নামে একটি বেসরকারি সংস্থার সহযোগীতায় পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান আনছারুল ইসলাম, নির্বাহী সদস্য সলেমান আলী, ঘিডোব জনসংগঠনের সভাপ্রধান অবিনাশ রায়, নির্বাহী সদস্য মহসিনা বেগম প্রমূখ। এ সময় বক্তরা বলেন, উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব মৌজার ১নং খাস খতিয়ান ভূক্ত ৫.২৫ একর খাস জমি দীর্ঘদিন ধরে ভূমিহীনরা ব্যবহার করে আসছিল। কিন্তু কয়েক বছর ধরে একটি কুচক্রী ভূমিদস্যু মহল ওই খাস জমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বক্তরা আরো বলেন, বর্তমান সরকার ভূমিহীন বান্ধব হওয়া সত্বেও স্থানীয় কিছু ভূমিদস্যু ভূমিহীনদের অধিকার বঞ্চিত করার জন্য নানা রকম হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া সহ খাস জমি ছেড়ে দিতে তাদের উপর অত্যাচার ও নিপিড়ন চালিয়ে যাচ্ছে। ভূমি দস্যুদের কবল থেকে রক্ষা পেতে ও খাস জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেওয়ার জোর দাবী জানান তারা। এছাড়াও খাস জমি ও জলাশয়কে কেন্দ্র করে ভূমিহীনদের উপর করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।
মন্তব্য করুন

Your email address will not be published.