দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালার ১৮ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১২ লক্ষ টাকার আইসিটি সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৭ মে (বৃহস্পতিবার) সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকদের নিকট ল্যাপটপ, প্রজেক্টর ও প্রজেক্টর স্কিন হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.তনয় তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রাজু আহমেদ, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, একাডেমিক সুপারভাইজার জাইকা আবদুল্লাহ আল মামুন প্রমূখ।