ঝড়ে লণ্ডভণ্ড সালথা-নগরকান্দায় শতাধিক ঘরবাড়ি

চট্টগ্রাম সংবাদ ডেস্ক:
ফরিদপুরের সালথা-নগরকান্দায় ঘূর্ণিঝড়ের আঘাতে ৫-৬টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজারো গাছপালা ভেঙে উপড়ে পড়েছে। এছাড়া কয়েক একর জমির পাট নষ্ট হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়ে দুই উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল পরিদর্শনে যায়।
জানা গেছে, দক্ষিণ-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা এক মিনিটের ঘ‍ূর্ণিঝড়ে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দি, রাহুতপাড়া, মেহেরদিয়া এবং নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর, বিবিরকান্দি ও মেহেরদিয়া গ্রামের দেড়শ ঘড়বাড়ি বিধ্বস্ত হয়। হাজারো গাছপালা উপড়ে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে প্রশাসন ও স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনাস্থলে গিয়ে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু ক্ষতিগ্রস্ত পরিবারদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মন্তব্য করুন

Your email address will not be published.