চট্টগ্রাম সংবাদ ডেস্ক:
ফরিদপুরের সালথা-নগরকান্দায় ঘূর্ণিঝড়ের আঘাতে ৫-৬টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজারো গাছপালা ভেঙে উপড়ে পড়েছে। এছাড়া কয়েক একর জমির পাট নষ্ট হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়ে দুই উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল পরিদর্শনে যায়।
আরো পড়ুন
জানা গেছে, দক্ষিণ-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা এক মিনিটের ঘূর্ণিঝড়ে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দি, রাহুতপাড়া, মেহেরদিয়া এবং নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর, বিবিরকান্দি ও মেহেরদিয়া গ্রামের দেড়শ ঘড়বাড়ি বিধ্বস্ত হয়। হাজারো গাছপালা উপড়ে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে প্রশাসন ও স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনাস্থলে গিয়ে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু ক্ষতিগ্রস্ত পরিবারদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।