শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ৭ জনের জামিন ‍আদেশ স্থগিত

চট্টগ্রাম সংবাদ ডেস্ক:

সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত সাতজনকে হাইকোর্টের দেয়া জামিন ‍আদেশ স্থগিত করেছে চেম্বার জজ আদালত।

বৃহস্পতিবার (২৭ মে) রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত এই আদেশ দেয়।

আদেশের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। তিনি বলেন, জামিন স্থগিত ও বাতিল চেয়ে করা আবেদনের বিষয়ে আজ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত শুনানি নিয়ে এই আদেশ দেয়।

এর আগে হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়েছিল।

মন্তব্য করুন

Your email address will not be published.