ধর্ষণ মামলার পুলিশকে সহযোগিতা, পুরস্কৃত সিএনজি চালক

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের হাজীগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় পুলিশকে সহযোগিতা করায় এক সিএনজি চালককে পুরস্কৃত করেন হাজীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে হাজীগঞ্জ সার্কেল অফিসে সাংবাদিকদের উপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ সিএনজি চালকের হাতে পুরস্কার তুলে দেন।

গত ২২ মে ঘুরতে আসা এক যুবতিকে নদী বাড়ি ক্যাপে হতে কৌশলে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করেন চার যুবক, এতে করে এলাকায় অনেক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ধর্ষণের পর ঐ যুবতীকে একটি সিএনজিতে তুলে দেয় ধর্ষকরা। সিএনজি চালাক যুবতির কাছ থেকে বিস্তারিত শুনে তাঁকে হাজীগঞ্জ থানায় নিয়ে যায় এবং পুলিশের সহযোগিতা চায়। বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিক হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ।

পুরস্কার দিতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ – পুলিশের ৪২ ধারা পড়ে সাংবাদিকদের শুনান-ফৌজদারী কার্যবিধি আইনের ৪২ ধারায় বলা আছে – যে কোন নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার যুক্তি সঙ্গতভাবে সাহায্য দাবি করলে প্রত্যেক ব্যক্তি সাহায্য করিতে বাধ্য থাকিবেন। (ক) কোন ব্যক্তিকে গ্রেফতার করার ক্ষেত্রে বা তার পলায়ন প্রতিরোধ করতে। (খ) শান্তিভঙ্গের আশংকা প্রতিরোধ অথবা শান্তিভঙ্গ দমন করতে। অথবা সরকারি সম্পত্তির প্রতি ক্ষতির প্রচেষ্টা প্রতিরোধের ব্যাপারে প্রত্যেকে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারকে সাহায্য করিতে বাধ্য। পুলিশের কাজে সহযোগিতা করায় আজ ওনাকে উৎসাহিত করছি ভবিষ্যতে যেন এভাবে পুলিশের কাজে সহযোগিতা করে জান।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার সহ অন্যান্য সাংবাদিক বৃন্দু।

মন্তব্য করুন

Your email address will not be published.