দৌলতদিয়া ঘাটে জাল টাকাসহ যুবক গ্রেফতার

গোয়ালন্দ প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন যৌনপল্লীর প্রধান গলিতে নর্থ বেঙ্গল আজাদ বোর্ডিংয়ের ৮ নং কক্ষের মধ্যে হতে জাল টাকা সহ ১ যুবককে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ মে) রাত ১০ ঘটিকার সময় মোট ৪৭,৫০০ টাকা মূল্য মানের জাল নোট সহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি ময়মনসিংহ জেলার গফুরগাঁও থানার ধোপাঘাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে হারুন-অর-রশিদ (১৯)। গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরের নেতৃত্বে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আসামির কাছ থেকে ৬ হাজার টাকা মূল্যের জাল টাকা সহ তাকে গ্রেফতার করে পরে আসামির দেয়া তথ্যের ভিত্তিতে দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন নর্থ বেঙ্গল আজাদ বোর্ডিংয়ের ৮ নং কক্ষের মধ্যে তষকের নিচ থেকে ৪১,৫০০ টাকা মূল্য মানের জাল নোট উদ্ধার করে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সুকুমার বিশ্বাস বাদী হয়ে মামলা করেছেন।

গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালটাকাসহ আসামিকে গ্রেফতার করা হয়। আসামি দীর্ঘদিন যাবৎ জাল টাকার ব্যবসা করে আসছিল বলে জানায়। শুক্রবার আসামিকে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-A ধারায় রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.