চকরিয়ায় এক স্কুল ছাত্রী অপহরণ

অপহরণকারী

চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে এক স্কুল ছাত্রীকে বখাটে কর্তৃক অপহরণ করার খবর পাওয়া গেছে। গত ২৮ মে বিকালে কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মেয়েটি অপহরণ হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। এ বিষয়ে ভিকটিমের মা, সরস্বতী দাশ বাদী হয়ে বরইতলী ইউনিয়নের পহরচাঁদা ৭ নং ওয়ার্ডের শম্ভু দাশের পূত্র জয়দাশ(১৯)কে প্রধান আসামী করে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, কৈয়ারবিল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড খোজাখালীর তপন দাশের নাবালিকা মেয়ে ভিকটিম(১৪)প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়তে খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাওয়া আসা করতো,প্রায় সময় পহরচাঁদার শম্ভু দাশের পুত্র জয়দাশ(১৯) ভিকটিম কে ইভটিজিং সহ বিভিন্ন কুপ্রস্তাব দিত।তার প্রস্তাবে রাজী না হলে ভিকটিমকে অপহরণ সহ হত্যা করবে বলে বহুবার শাসিয়ে যায়। ঘটনার দিন ভিকটিমকে একা পেয়ে জয়দাশ তার দলবল নিয়ে টেনেহিচড়ে জোরপূর্বক সিএনজি তে তুলে অজানার উদ্দেশ্যে নিয়ে যায়। এ সময় প্রত্যক্ষদর্শীগণ সিএনজিটা ধাওয়া করে নাগাল পায়নি। আসামী জয়দাশ একজন প্রকৃত ইভটিজার ও অপহরণকারী, এর আগেও বেশ কয়েক জন স্কুল পড়ুয়া মেয়ে তার ইভটিজিং এ শিকার হয়েছে বলে থানা সূত্রে জানা যায়। অপহরণের বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাকের মোঃ যুবায়ের বলেন -ভিকটিমের মায়ের একটি লিখিত অভিযোগ আমরা পেয়ে ঘটনাস্থল ও আসামীর বাড়িতে পুলিশ পাঠিয়েছি,কিন্তু আসামীর পরিবারসহ পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। আসামীকে গ্রেফতারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মন্তব্য করুন

Your email address will not be published.