চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় একটি পিকআপ থেকে ইয়াবা উদ্ধারের পর চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে কেরানীহাট গরু বাজার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
গ্রেপ্তার চালক মো. রাসেল বেপারি (২২)। আর তার সহকারী মানিক মৃদা (২৪)। দুজনের বাড়ি বরিশালের গৌরনদী থানার খাইঞ্জাপুর ইউনিয়নের ইছাকড়ি এলাকায়।
ওসি মো. আনোয়ার হোসেন জানান, গোপন তথ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এসময় কক্সবাজার থেকে আসা একটি পিকআপ তল্লাশি করে পেছন থেকে সাড়ে তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপটি জব্দ করে চালক ও হেলপারের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।