আবারও শ্যামলকে নিয়ে ওয়েব সিরিজে পূজা
ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম- দুটোরই সমার্থক হয়ে দাঁড়িয়েছেন যেন অভিনেতা শ্যামল মাওলা।
তাকে এবারও নতুন একটি ওয়েব সিরিজে দেখা যাবে। নাম ‘প্যারাসাইকোলজি’। আর এর মাধ্যমে প্রথমবারের মতো অন্তর্জালের এ শাখায় যুক্ত হলেন চিত্রনায়িকা পূজা চেরি। অল্প বয়সে নায়িকা হয়ে নজর কেড়েছেন তিনি। বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দেওয়া এই চিত্রনায়িকার কাজের ফর্দ যেন আরও বড় হলো। নতুন ওয়েব সিরিজটি পরিচালনা করছেন সুমন ধর। তারও প্রথম ওয়েব কাজ এটি।
জানা গেছে, এরইমধ্যে নারায়ণগঞ্জে এর শুটিংয়ে অংশ নিয়েছেন নায়ক-নায়িকা। তবে বিষয়টি নিয়ে কেউ-ই মুখ খুলছেন না। সিরিজটি নিয়ে যোগাযোগ করা হলে পরিচালক সুমন ধর বলেন, ‘শিগগিরই আমরা এ বিষয়ে বিস্তারিত কথা বলবো।
প্রযোজকসহ আমাদের কিছু পরিকল্পনা আছে। তাই একটু সময়ে নিয়ে গুছিয়ে নিচ্ছি।’ জানা যায়, ওয়েব সিরিজটির শুটিং হবে ২০ দিন। ইতোমধ্যে তিন দিনের কাজ হয়েছে। দ্রুতই বাকি দৃশ্যধারণ শেষ হবে।