চকরিয়া প্রতিনিধিঃ
মাদ্রাসায় যাওয়ার পথে ৯ বছর বয়সী মেয়েকে ফুসলিয়ে মুদি দোকানে ঢুকিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বশির আহমদ (৪৮) নামের ওই মুদি দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। আটক বশির আহমদ চকরিয়া পৌরসভার পালাকাটা মোহাম্মদীয়া পাড়ার অলি মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে পৌরসভার পুকপুকুরিয়া গোলাম কাদের সড়কের মাথায় ঘটনাটি ঘটলেও রাতে মেয়েটার পিতা বাদী হয়ে থানায় অভিযোগ করার পর বিষয়টি জানাজানি হয়। পুলিশ জানান, সকালে বশির আহমদের মুদির দোকানের সামনে দিয়ে মেয়েটা ফোরকানিয়া মাদ্রাসায় যাচ্ছিল। এসময় মেয়েটা কে রাস্তায় একা পেয়ে ফুসলিয়ে দোকানে নিয়ে ধর্ষণ করে বশির। এ ঘনার পর মেয়েটা আর মাদ্রাসায় না গিয়ে বাড়িতে ফিরে যায়। বিষয়টি তার মাকে জানান। পরে মেয়েটার পরিবার থানায় অভিযোগ দিলে থানা পুলিশ অভিযুক্ত বশির আহমদকে গেপ্তার করেন। বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটা কে ডাক্তারি পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।