হাজীগঞ্জে বিশেষ অভিযানে ৫ হাজার টাকা জরিমানা আদায়

মো. মজিবুর রহমান রনি:
হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানের মাধ্যমে ১৮ মালায় ৫ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
২ জুন (বুধবার) বিকালে চাঁদপুরের হাজীগঞ্জে আলীগঞ্জ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় সড়ক পরিবহন আইন ভঙ্গ ও মাস্ক না পারার অপরাধে সড়ক পরিবহন আইনে বোগদাদ বাস,মোটরসাইকেল ও সিএনজি চালককে ১৮ মামলায় ৫ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়।
উক্ত বিশেষ অভিযানে আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা এসআই ইউনুসসহ সঙ্গীয় ফোর্স,হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.খালেকুজ্জামান শামীম এবং হাজীগঞ্জ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা বিন্দু।
নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, আইন শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

Your email address will not be published.