নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) উখিয়া শাখার উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধে জন-সচেতনতা মূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২জুন) দুপুর সাড়ে ১টার সময় উখিয়ার জনবহুল কোর্টবাজার স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় সাধারণ মানুষকে সরকার নির্দেশিত বিধিনিষেধ পালনের জন্য সচেতনতা মূলক বিভিন্ন বিষয়ে কথা বলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা সভাপতি সাংবাদিক ফজল কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম, বাপা উখিয়ার সাধারণ সম্পাদক সাংবাদিক জসিম আজাদ।
শেষে কোর্টবাজারের ব্যবসায়ী ও স্থানীয় পথচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও বাপা নেতা সাংবাদিক শফিক আজাদ, সাধারণ সম্পাদক ও বাপা নেতা সাংবাদিক পলাশ বড়ুয়া, সাংবাদিক শহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটি উখিয়ার সভাপতি শরীফ আজাদ, বাপা কক্সবাজার জেলা কমিটির দপ্তর সম্পাদক দোলন, দোকান মালিক সমিতির সহ-সভাপতি খোরশেদ আলম বাবুল, ইমরান খান, এইচ কে রফিক, আবুল মঞ্জুর ইলাহী প্রমুখ।